• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

ইসরায়েল হামলা চালালে ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ১১:১৯, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইসরায়েল হামলা চালালে ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল ছোটখাটো হামলার চেষ্টা চালালেও ভয়াবহ জবাবের হুঁশিয়ার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন অবস্থায় লেবানন থেকে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট রাইসি।

তিনি দাবি করেন, অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইসরায়েলের অজেয় সামরিক সক্ষমতা নিয়ে ভ্রান্ত ধারণা প্রমাণ করেছে ইরান। পাল্টা জবাব দিতে ইসরাইলের প্রস্তুতি ও হুঙ্কার নিয়েও হুঁশিয়ার করেন রাইসি। বলেন, চরম ভয়াবহ জবাব দেবে তেহরান। তেল-আবিব সফরে যাওয়া যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বলেছেন, আত্মরক্ষার জন্য কারো সহায়তা লাগবে না।

এদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলায় ১৪ সেনা সদস্য আহত হওয়ার খবর স্বীকার করেছে ইসরায়েলের সেনা সদর। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।  

বিভি/রিসি

মন্তব্য করুন: