• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরাইলি পুলিশকে ছুরিকাঘাত করায় গুলিতে তুর্কি নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ১৪:১৮, ১ মে ২০২৪

আপডেট: ১৫:৩৬, ১ মে ২০২৪

ফন্ট সাইজ
ইসরাইলি পুলিশকে ছুরিকাঘাত করায় গুলিতে তুর্কি নাগরিকের মৃত্যু

ইসরাইলের জেরুজালেমে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছুরিকাঘাতে দেশটির এক পুলিশ সদস্যকে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের গুলিতেই ওই হামলাকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেরুজালেমের ওল্ড সিটিতে এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশের ওপর হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক।

এ নিয়ে ইসরাইলের পুলিশ বাহিনী বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত। ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের।

প্রসঙ্গত যে, ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে। এর পর ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। সূত্র: রয়টার্স

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2