• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

গাজায় ১৪ হাজার শিশু শহীদ

হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরাইলের অপরাধ : এরদোগান

প্রকাশিত: ১৬:১২, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:০৪, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরাইলের অপরাধ : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আবারো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় ১৪ হাজার নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে। 

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায়ই গণহত্যা চালাচ্ছে ইসরাইল।  মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন: ‘হামাসের পাশে আছে তুরস্ক’

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “১০০ বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়।”এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে রয়েছে।

সুত্র: পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন: