• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুয়েতে বিদেশি শ্রমিক নেয়ার সব বাধা কাটলো

প্রকাশিত: ২১:৫৭, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কুয়েতে বিদেশি শ্রমিক নেয়ার সব বাধা কাটলো

প্রতীকী ছবি

বিদেশ থেকে শ্রমিক নিয়োগে বাধা কাটলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশটিতে বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন এনেছে দেশটি। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি। কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিতো, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইতো তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিলো এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত।

এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সূত্র: গালফ নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: