• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোদির মুসলিম বিদ্বেষী মন্তব্য: ব্যবস্থা নেয়ার আবেদন কংগ্রেসের 

প্রকাশিত: ২০:৩৭, ২২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মোদির মুসলিম বিদ্বেষী মন্তব্য: ব্যবস্থা নেয়ার আবেদন কংগ্রেসের 

ছবি: রাহুল গান্ধী (বায়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)

নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুসলিম বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। এতে গুরুত্ব না দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আরেক আপত্তিকর মন্তব্য ছুঁড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন মোদি। 

ভারতের প্রধানমন্ত্রী মোদির আপত্তিকর মন্তব্যের পরদিন সোমবার (২২ এপ্রিল) অভিযোগের তালিকা নিয়ে নির্বাচন কমিশনে যান কংগ্রেস নেতারা। নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তারা জানান, ১৭টি অভিযোগ দাখিল করা হয়েছে।

কংগ্রেস নেতারা জানান, রাজস্থানের জনসভায় বিশেষ একটি ধর্মগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে চরম আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এর রেশ না কাটতেই উত্তর প্রদেশের আলিগড়ে জনসভা থেকে কটাক্ষ করে এর জবাব দেন মোদি। তিনি বলেন, জনগণের আয় ও সম্পদের ওপর নজর পড়েছে কংগ্রেসের।

কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করতে গিয়ে মোদি বলেন, বিরোধী দল ক্ষমতায় এলে ঘরের নারীদের স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেবে।

এরআগে, রবিবার রাজস্থানে অনুষ্ঠিত জনসভায় মোদি ভোটারদের সতর্ক করে বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে সব অর্থ-সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। মুসলিমদের বহিরাগত বলেও কটাক্ষ করেন মোদি। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: