• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপ, লড়ছেন নরেন্দ্র মোদিসহ হেভিওয়েটরা

প্রকাশিত: ১৬:৫২, ৭ মে ২০২৪

আপডেট: ১৮:০৮, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপ, লড়ছেন নরেন্দ্র মোদিসহ হেভিওয়েটরা

ছবি: ভোটকেন্দ্রে মোদি ও অমিত শাহ্

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। এ ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়াই করছেন। মঙ্গলবার (৭ মে) ভারতের ৯৩টি আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গোটা গুজরাটের ২৬ আসনের মধ্যে ২৫ আসনে ভোট হচ্ছে। গুজরাটের বাইরে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের ৪টি, আসামের ৪টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৭টি কর্ণাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি ও উত্তর প্রদেশের ১০টি আসনে।

এছাড়া দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমনদিউতে ১টি আসনে ভোট গ্রহণ চলছে। এ ধাপে ভোটে মোট প্রার্থী ১৩৫১ জন। প্রার্থী হিসেবে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে আহমেদাবাদের রানিপ এলাকার নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2