• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

প্রকাশিত: ১২:০৭, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

কোভিড টিকার বিতরণ ও বাজারজাত বন্ধ করে সারা বিশ্ব থেকে অবশিষ্ট ডোজগুলো ফিরিয়ে নিতে শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা।

টিকা গ্রহীতাদের পার্শপ্রতিক্রিয়া নিয়ে শোরগোলের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত কার্যকর করলো যুক্তরাষ্ট্র ও সুইডেনের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারি মোকাবিলায় আরও উন্নত টিকা মানুষের হাতের নাগালে চলে আসায় এবং ওইসব টিকার পর্যাপ্ত মজুদ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, চাহিদা কমে আসায় অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ভ্যাক্সজেভিয়ার উৎপাদন বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। গত ৫ মার্চ এই সিদ্ধান্ত হলেও ৭ মে থেকে এটি কার্যকর করলো অ্যাস্ট্রাজেনেকা। এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বাধা ও প্লাটিলেট কমে যাওয়ার অভিযোগ আদালতে স্বীকারও করেছে প্রতিষ্ঠানটি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2