• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীনের হাসপাতালে ছুরি হামলা, নিহত ১০ 

প্রকাশিত: ২০:০২, ৮ মে ২০২৪

আপডেট: ২০:১০, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
চীনের হাসপাতালে ছুরি হামলা, নিহত ১০ 

ছবি: এক্স.কম

চীনের ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরি হামলা হয়েছে। হঠাৎ হাসপাতালে ঢুকে পড়া এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় ১০ জনের মৃত্যু হয়। হামলায় আহত হন আরও ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে- হাসপাতাল প্রাঙ্গণে একজন ছুরি হাতে দৌড়াচ্ছে। স্থানীয় এক বাসিন্দার বরাতে জানা যায়, হামলার ঘটনাটি বেলা ১১টার দিকে ঘটেছে, হামলায় কতজন মারা গেছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি। আহতদের মধ্যে ডাক্তাররাও রয়েছেন বলে জানা গেছে। 

কঠোর আগ্নেয়াস্ত্র আইনের কারণে চীনে এ ধরনের সহিংস অপরাধ, বিশেষ করে পাবলিক প্লেসে অত্যন্ত বিরল। যদিও আইনটি নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোরভাবে বিধি-নিষেধ আরোপ করে, তবুও গত কয়েক বছরে ছুরিকাঘাতের সংখ্যা বেড়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2