• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হামাস ধ্বংসের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

প্রকাশিত: ১৯:০৬, ৯ মে ২০২৪

ফন্ট সাইজ
হামাস ধ্বংসের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল ক্যাটজ। বৃহস্পতিবার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স– এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরাইল ক্যাটজ এক্সে দেওয়া পোস্টে হামাস ধ্বংস সম্পর্কে বলেছেন, এটি ছাড়া আর কোনো যুদ্ধ নেই।

ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস সম্প্রতি আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে। তবে এ চুক্তিতে রাজি হয়নি ইসরাইল। এরইমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশের নিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2