• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রে এবার কৃষ্ণবর্ণের বিমান সেনাকে গুলি!

প্রকাশিত: ১৮:৪৩, ১০ মে ২০২৪

আপডেট: ১৮:৪৪, ১০ মে ২০২৪

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে এবার কৃষ্ণবর্ণের বিমান সেনাকে গুলি!

ছবি: ফোর্টসনের ছবি হাতে তার স্বজনরা

পুলিশের অভিযানে এবার ভুল করে এক বিমান সেনাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওই বিমান সেনার নাম রোজার ফোর্টসন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বডিক্যামের ভিডিও প্রকাশ করেছে ফ্লোরিডার পুলিশ বিভাগ।

আইন-শৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ডে ন্যায়বিচার চেয়েছেন বিমান সেনা রোজার ফোর্টসনের স্বজনরা। বৃহস্পতিবার (৯ মে)  সংবাদ সম্মেলনে তার মা জানান, সিনিয়র বিমান সেনাকে হত্যার পর পুলিশের বক্তব্য আপত্তিকর। তার অভিযোগ, বিবৃতিতে বোঝানো হয়েছে ফোর্টসনের অনৈতিক কর্মকাণ্ডে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ।

বাদিপক্ষের আইনজীবী জানান, দেশের শ্রেষ্ঠ সন্তান ফোর্টসনের হাতে থাকা অস্ত্র থেকে একটাও গুলি ছোঁড়ার প্রমাণ নেই। এর আগে, ফোর্টসনকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন, ওকালুসা কাউন্টি শেরিফ এরিক অ্যাডেন।

স্থানীয় সময় ৩ মে বিকালে ভুল অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। এসময় হাতে অস্ত্র নিয়ে কৃষ্ণাঙ্গ বিমান সেনা দরজা খোলার পরপরই ৬ বার গুলি চালায় শেরিফের এক সহযোগী। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2