• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও দুর্ঘটনায় বোয়িং

প্রকাশিত: ২১:০৭, ১০ মে ২০২৪

ফন্ট সাইজ
আবারও দুর্ঘটনায় বোয়িং

ছবি: স্কাই নিউজ

মাত্র একদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনায় পড়লো মার্কিন বিমান নির্মাতা-বোয়িংয়ের একটি বিমান। এবার সেনেগালে রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়ায় আহত হয়েছে অন্তত ১০ আরোহী।

বৃহস্পতিবার (৯ মে) সেনেগালের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা হয়। আটাত্তর জন যাত্রীসহ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। বিমানটি সেনেগাল থেকে মালি যাওয়ার কথা ছিলো। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া রানওয়েটি রাত ১১টা নাগাদ খুলে দেওয়া হয়। বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি ভাড়ায় চালাচ্ছিলো এয়ার সেনেগাল। 

এরআগে, বুধবার ইস্তাম্বুল বিমানবন্দরে মার্কিন ডাক সরবরাহ সংস্থা ফেডএক্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। ওই বিমানটির নির্মাতাও বোয়িং। 

গত বছরের নভেম্বরে যান্ত্রিক ত্রুটি নিয়ে সমালোচনা শুরু হলে তথ্যফাঁস করা বোয়িংয়ের দুই কর্মীর রহস্যজনক মৃত্যু হয়। 

সম্প্রতি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ-এফএএ। সূত্র: স্কাই নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2