• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাফাহ’য় হাসপাতাল ছাড়ছে রোগী ও স্বাস্থ্যকর্মীরা 

প্রকাশিত: ২২:৫৭, ১০ মে ২০২৪

ফন্ট সাইজ
রাফাহ’য় হাসপাতাল ছাড়ছে রোগী ও স্বাস্থ্যকর্মীরা 

ছবি: ফাইল ফটো

গাজার রাফাহ শহরে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। এরমধ্যে রাফাহ ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে এক লাখ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী রাফার পূর্বদিকে অগ্রসর হচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি বাড়িয়েছে হামলার তীব্রতা। শুক্রবার (১০ মে) পাল্টা প্রতিরোধ গড়ে তুলে হামাস যোদ্ধারা। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা দেইর আল বালাহসহ অন্যত্র ছুটছেন।

এদিকে, তিনদিন ধরে রাফাহ সীমান্ত দখলে নিয়ে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইলি প্রশাসন। জাতিসংঘ বলছে, এতে ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। খাদ্যের অভাবে মানবেতর দিন পার করছে ফিলিস্তিনিরা। খান ইউনিসে ইসরাইলি হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩৫ হাজার ছুঁইছুঁই।

অন্যদিকে, রাফায় হামলা বন্ধে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ কারো সহযোগিতা না পেলে একাই যুদ্ধ চালিয়ে নেয়ার যোগ্যতা রাখে।

কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই কায়রো ত্যাগ করেছে ইসরাইল ও হামাস নেতারা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুক্তিতে যেতে হলে উভয় পক্ষকে নমনীয় আচারণ করতে হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2