ট্রাম্পকে গুলি করা কে এই হামলাকারী?

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস
ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার পর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই ২০ বছর বয়সী হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস? এফবিআই জানিয়েছে, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা এই তরুণ।
শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ার বাটলার এলাকায় যেখানে ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন, সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বসবাস করতেন হামলাকারী ক্রুকস। এঘটনার পর তার বাড়ির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ।
কেন, কী উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করেছে ক্রুকস, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা।
এফবিআই জানিয়েছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ক্রুকস। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন ক্রুকস। হামলা চালানোর সময় তাঁর হাতে এ-আর-ফিফটিন আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিলো বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। সূত্র: বিবিসি
বিভি/এমআর
মন্তব্য করুন: