নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা হত্যা: ঘাতকের চাঞ্চল্যকর তথ্য

ছবি: ইনসেটে দিদারুল ইসলাম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ তিনজনকে হত্যার ঘটনায় আত্মহত্যাকারী ঘাতকের বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে পুলিশ। নজরদারিতে রাখা হয়েছে অস্ত্র আর গুলি কিনতে সহায়তাকারী এক সন্দেহভাজনকে।
মিডটাউন ম্যানহাটনে প্রাণঘাতি হামলার ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহ, জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ আর হামলার কারণ উদঘাটনের কাজ করছেন একাধিক বাহিনীর তদন্ত দল। এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বুলেট প্রুফ জ্যাকেট পরা হামলাকারী শেন ডেভন তামুরা মিডটাউন ম্যানহাটনের বহুতল ভবনের ভেতরে এআর-ফিফটিন রাইফেল হাতে ঢোকার সময়ই শনাক্ত করেছিলো নিরাপত্তা ক্যামেরা।
এরপরও, সতর্কতামূলক ব্যবস্থা না নেয়ার কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। এই হামলা চালাতে তামুরা তার আবাসস্থল লাসভেগাস থেকে গাড়ি নিয়ে রওয়ানা দেয়ার তিনদিনের মধ্যে ম্যানহাটনে পৌছায়। নিজেকে ন্যাশনাল ফুটবল লিগের সাবেক খেলোয়াড় দাবি করলেও তথ্যটি মিথ্যা প্রমাণ হয়েছে। তার সাবেক কোচ জানিয়েছেন, ২০১৬ সাল পর্যন্ত তামুরা ক্যালিফোর্নিয়া হাইস্কুল আর লস অ্যাঞ্জেলস চার্টার স্কুলে ফুটবল খেলেছে।
ওই হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলকে আগামী বৃহস্পতিবার দাফন করা হবে। মঙ্গলবার ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে মরদেহের গোসল করিয়ে লাশ হিমাগারে রাখা হয়েছে। তার মৃত্যুর শোকে অসুস্থ্য হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তার বাবাকে।
বিভি/এমআর
মন্তব্য করুন: