• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

প্রকাশিত: ১৮:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৫, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

মার্কিন ডলারের ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার (আফগানি) মান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে। এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: