ভেনেজুয়েলার উপকূল থেকে আরেকটি তেলের ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র
ছবি: আল জাজিরা
ভেনেজুয়েলার উপকূল থেকে আরও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) ভোরে মার্কিন কোস্ট গার্ড পেন্টাগনের নির্দেশনায় সেঞ্চুরিজ নামে ঐ জাহাজটি জব্দ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকার অবরোধের নির্দেশ দেওয়ার পাঁচদিনের মাথায় এই তেল ট্যাংকার জব্দ করা হলো। সেঞ্চুরিজ একটি পানামা-পতাকাযুক্ত জাহাজ। তবে গত পাঁচ বছরে এটি গ্রিস এবং লাইবেরিয়ার পতাকার নিচেও চলাচল করেছে। এটি মার্কিন ট্রেজারির অনুমোদিত জাহাজের তালিকায় নেই।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম তেল ট্যাংকার আটকের বিষয়টি নিশ্চিত করে এক্স পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত অবৈধ তেলের ট্যাংকার জব্দে অভিযান অব্যাহত রাখবে। সম্প্রতি মাদক নিয়ন্ত্রণে ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা এবং ডজনখানেক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উৎখাতে এভাবেই সর্বোচ্চ চাপ বৃদ্ধি অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
বিভি/এসজি




মন্তব্য করুন: