• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন ‘রাসুলুল্লাহ্ (স.) এর বংশধর’

প্রকাশিত: ২২:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন ‘রাসুলুল্লাহ্ (স.) এর বংশধর’

ছবি: হাসিম সাফিউদ্দীন

ইসরাইলি বিমান হামলায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর প্রধান হিসেবে যিনি সর্বাধিক আলোচনায় তিনি হাসিম সাফিউদ্দীন। তিনি নাসরুল্লাহর দূরসম্পর্কের ভাই, একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, গোষ্ঠীটির পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন এই হাসিম সাফিউদ্দীন। 

হিজবুল্লাহর একটি সূত্রও জানিয়েছে, ইসরাইলি হামলা থেকে বেঁচে যাওয়া হাসিম সাফিউদ্দীনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে।

হাসিম সাফিউদ্দীন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটি দেখেন। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। হাসিম সাফিউদ্দীন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন। এর প্রেক্ষিতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র তাকে তাদের ‘সন্ত্রাসী’ তালিকায় যুক্ত করে। গত জুনে সাফিউদ্দীন ইসরাইলকে কঠোর যুদ্ধের হুমকি দিয়েছিলেন।

উল্লেখ্য, হিজবুল্লাহর প্রথম প্রধানকে ১৯৯২ সালে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হত্যা করেছিলো ইসরাইল। এরপরই হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুও হলো সেই ইসরাইলি হামলায়। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2