• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও সন্ত্রাসী হামলায় কাঁপলো পাকিস্তান, নিহত ২০

প্রকাশিত: ২১:৩৯, ১১ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৩৯, ১১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
আবারও সন্ত্রাসী হামলায় কাঁপলো পাকিস্তান, নিহত ২০

ছবি: আল জাজিরা

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে আবারও সন্ত্রাসী হামলায় কাঁপলো পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশে কয়লা খনিতে রকেট ও গ্রেনেড হামলায় নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত ছয়জন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) সকালে দুকি জেলায় জুনায়েদ কয়লা খনিতে এই হামলা হয়। একদল দুর্বৃত্ত কয়লা খনি ঘিরে রকেট হামলার পাশপাশি হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। খনির অন্তত ১০টি যন্ত্র ও সরঞ্জামে অগ্নিসযোগ করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে হাসপাতালে নেয়ার আগেই  অন্তত ২০ জন মারা যান।

আগামী ১৫ অক্টোবর দু'দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন শুরুর আগে এক সপ্তাহে দ্বিতীয়  হামলা এটি। গত সোমবার করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত হয় দুই চীনা নাগরিক। আন্তর্জাতিক এই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণের কথা রয়েছে। সূত্র: আল জাজিরা 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2