যে হোটেল থেকে ঘাড় ধাক্কা, প্রতিশোধ নিতে কিনলেন সেটিই

ছোটবেলায় হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। বড় হয়ে সেই হোটেলটিই কিনে প্রতিশোধ নিলেন চীনা এক ব্যবসায়ী। চীনের ম্যাকাও শহরের ওই ধনী ব্যবসায়ীর নাম সাইমন সিও।
টাইমস নাউয়ের প্রতিবেদনে জানা যায়, ছোটবেলায় ম্যকাওয়ের একটি অভিজাত হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সাইমনকে। সেই অপমান মনে রেখেছিলেন তিনি। হোটেল কর্তৃপক্ষ বের করে দেওয়ার সময় সাইমন শপথ নিয়েছিলেন, একদিন এই হোটেল তিনি কিনে ফেলবেন।
১৯২৮ সালে উদ্বোধন করা এই হোটেলটি পরবর্তীকালে তারকা ও কূটনীতিকদের জন্য একটি সম্মেলনের স্থান হয়ে ওঠে। সম্প্রতি হোটেলটি কিনেছেন ব্যবসায়ী সাইমন।
একটি সংবাদমাধ্যমে সাইমন জানান, সেন্ট্রাল হোটেলের পাশে একটি পুরোনো বাড়িতে বসবাস করতেন তিনি। ষাটের দশকে একদিন খেলার ছলে ঢুকে পড়েছিলেন হোটেলের ভেতর। কিন্তু হোটেলের লোকেরা তাকে বাইরে বের করে দিয়েছিল। তখন প্রতিশোধের বিষয়টি ভাবেননি বলে জানান সাইমন। তবে হোটেলটির দিকে তাকিয়ে মনে মনে শপথ নিয়েছিলেন, একদিন এটি তিনি কিনে ফেলবেন।
৬৫ বছর বয়সী সাইমন সিও এখন একজন ধনাঢ্য ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি লেক হ্যাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই ব্যবসার হাত ধরেই এখন তিনি ম্যাকাও শহরের একজন ধনকুবের। সম্প্রতি ৯৬ বছরের পুরোনো ও নামকরা হোটেল সেন্ট্রাল কিনেছেন তিনি। কেবল ব্যক্তিগত চাওয়া পূরণের জন্যই নয়, সেন্ট্রাল হোটেলটি কিনে ম্যাকাওয়ের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ করেছেন সাইমন সিও।
বিভি/টিটি
মন্তব্য করুন: