মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনপূর্ব শেষ সপ্তাহে চলছে জোরদার প্রচারাভিযান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনপূর্ব শেষ সপ্তাহে চলছে জোরদার প্রচারাভিযান। দেশের রাজনীতি থেকে নাটক আর বিদ্বেষ বিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর কমলার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে এমন জায়গায় জনসভা হয়েছে, যেখান থেকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালাতে উসকানি দিয়েছিলেন ট্রাম্প।
হাজারো সমর্থকের উদ্দেশ্যে কমলা বলেন, নির্বাচনের ফলাফলের প্রভাব ভোটারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পড়বে। প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনা করে নিজের সাথে তুলনা দিতে গিয়ে বলেন, স্বাধীনতা আর বিশৃঙ্খলার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে ভোটারদের।
কমলার প্রচার শিবির জানিয়েছে, প্রচারাভিযানের শেষ দিকের এই জনসভায় অন্তত ৭৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।
একইদিন, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার কাউন্টিতে সমাবেশ করে কমলার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ভোটারদের দিকে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, চার বছর আগে নিজের শাসনামলের তুলনায় বর্তমানে কতটুকু ভালো আছেন? আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মূল্যস্ফীতি কমানো আর যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশিদের ঢোকার প্রবনতা থামিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
৫ নভেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে এবিসি নিউজের জনমত জরিপ। ৩০ অক্টোবরের জরিপে কমলা ৪৮ ও ট্রাম্প ৪৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন।
বিভি/এআই
মন্তব্য করুন: