কানাডায় বার্ড ফ্লুতে আক্রান্ত এক কিশোর
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক কিশোরের শরীরে এইচ৫ বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। শনিবার (০৯ নভেম্বর) এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে তারা। আক্রান্ত পাখি বা পশুর সংস্পর্শে আসায় ওই কিশোরের শরীরে এই সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই কিশোর এক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কানাডার স্বাস্থ্য মন্ত্রী মার্ক হল্যান্ড সামাজিক মাধ্যম এক্সের বার্তায় জানান, ওই কিশোর কিভাবে আক্রান্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন তিনি।
ব্রিটিশ কলাম্বিয়ার হেলথ অফিসার বনি হেনরি এক বিবৃতিতে এই ঘটনাকে বিরল উল্লেখ করে বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় এই রোগ কীভাবে ছড়িয়ে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে।
এইচ৫ বার্ড ফ্লু বিশ্বের বিভিন্ন দেশের বন্য পাখিদের মাঝে ব্যাপকভাবে দেখা গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পোল্ট্রি ও গরুর খামারেও ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে এসব খামারের কর্মীরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। তবে মানুষের মাধ্যমে সংক্রমণ এখনও দেখা যায়নি। এরকম হলে আরেকটি মহামারীর আশংকা জানিয়েছে বিজ্ঞানীরা।
নভেম্বরের শুরুর দিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আক্রান্ত পশু-পাখির খামারের কর্মীদের উপসর্গ না থাকলেও টেস্ট করানোর পরামর্শ দেন। চলতি বছর মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের প্রায় ৪৫০টি খামারে এই রোগের উপস্থিতি পাওয়া গেছে। এপ্রিল থেকে সিডিসি এই রোগে আক্রান্ত ৪৬ জনকে শনাক্ত করেছে।
অক্টোবর থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় ২২টি পোল্ট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। তবে, এখন পর্যন্ত গরুর খামারে বার্ড ফ্লু শনাক্ত করা যায়নি।
বিভি/এসজি
মন্তব্য করুন: