• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

মুসলিম শাসক টিপু সুলতানকে ‘খুব জটিল চরিত্র’ বললেন এস. জয়শঙ্কর

প্রকাশিত: ১৪:৩৯, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৭, ১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মুসলিম শাসক টিপু সুলতানকে ‘খুব জটিল চরিত্র’ বললেন এস. জয়শঙ্কর

ছবি: সংগৃহীত

শনিবার দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভারতের ঐতিহাসিক ও বীর শাসক টিপু সুলতানকে ইতিহাসের ‘একটি জটিল চরিত্র’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সাম্পাথের বই ‘টিপু সুলতান: দ্য সাগা অফ দ্য মাইসোর ইন্টাররেগ্নাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

এদিন, এস. জয়শঙ্কর আরও বলেন, টিপু সুলতান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধকারী হিসেবে সবার কাছে পরিচিত, তবে তিনি বিভিন্ন অঞ্চলে অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, যা আজকের দিনের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। তার মতে, টিপু সুলতান কেবল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেননি, তাঁর শাসনামলে প্রতিবেশী রাজ্যের প্রতি তাঁর মনোভাব ও কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধও ছিল। 

জয়শঙ্কর বলেন, আধুনিক ইতিহাসে সাধারণত তাঁর ব্রিটিশ বিরোধী সংগ্রামের কথা বেশি বলা হয়। তবে, টিপু সুলতানের শাসনের অন্যান্য দিক, যেমন তার বিদেশী মিত্র ও ধর্মীয় প্রভাব, সেগুলো সম্পর্কে অনেক কম উল্লেখ রয়েছে। এছাড়া, জাতীয় ইতিহাসে তার যুদ্ধগুলোর প্রতিই বেশি মনোযোগ দেওয়া হয়েছে, অন্য দিকগুলো উপেক্ষা করা হয়। তার মতে, এই ধরনের উপেক্ষা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে।

তিনি বলেন, ইতিহাস সাধারণত জটিল হয় এবং প্রতিটি সমাজের রাজনীতি অনেক সময় ফ্যাক্টস বেছে নিয়ে উপস্থাপন করে, যা নির্দিষ্ট রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা হয়। টিপু সুলতানের ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে দাবি করেন এস. জয়শঙ্কর। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অধীনে গত ১০ বছরে ভারতের রাজনৈতিক পরিবেশে অনেক পরিবর্তন এসেছে, যার কারণে নতুন চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছে। ফলে, তারা আর ভোটব্যাংকে বন্দি নন, এবং তিতা সত্য তুলে ধরা এখন রাজনৈতিকভাবে ভুল নয় বলেও উল্লেখ করেন তিনি।

টিপু সুলতান তার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও প্রতিরোধের জন্য সুপরিচিত ছিলেন। যুদ্ধে তাঁর সাহসী অংশগ্রহণ ও প্রতিরোধের জন্য তাঁকে ‘টাইগার অব মাইসোর’ উপাধি দেওয়া হয়েছিল।  

বিভি/আইজে

মন্তব্য করুন: