গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ইসরাইলি জিম্মিদের হামাস মুক্তি না দিলে গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি আদায়ে নানামুখী তৎপরতার মধ্যেই গাজায় গণহত্যা জারি রেখেছে ইসরাইল। হত্যা করেছে আরও অন্তত ৫০ ফিলিস্তিনিকে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর মাত্র ১৩ দিন আগে আর কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতির পরদিন মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার পাম বিচে ব্যক্তিগত অবকাশ কেন্দ্র মার-এ-লাগোয় সংবাদ সম্মেলন গাজা নিয়ে কথা বলেন তিনি। এসময় তার প্রশসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পরিচয় করিয়ে দেন।
হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারির আগে জিম্মিরা মুক্তি না পেলে শুধু যে হামাসের জন্য ভালো হবে না তা নয়। কারো জন্যই ভালো হবে না।
গাজাকে দোজখে পরিণত করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়নে হুমকি-ধমকির আর সমঝোতার আড়ালে গাজায় হামলার তীব্রতা কমায়নি দখলদার ইসরাইল। মঙ্গলবার ২৪ ঘন্টায় হামলা হয়েছে শরণার্থী শিবিরসহ বিভিন্ন বেসামরিক অবস্থানে। বাদ যায়নি নিরাপদ ঘোষিত সমুদ্র তীরবর্তী কৃষি এলাকা আল-মাওয়াসি। সেখানে নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
এদিকে, হার্ট অ্যাটাকে মারা গেছেন কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার মা। ২৭ ডিসেম্বর ওই হাসপাতালে আগুন দিয়ে আবু সাফিয়াকে তুলে নেয় দখলদার সেনারা।
বিভি/এমআর
মন্তব্য করুন: