• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের হামলা, নিহত ১৪

প্রকাশিত: ১৮:৪৯, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রবিবার (২১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় সন্ত্রাসীদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন সন্ত্রাসী নিহত হয়।

অন্যদিকে, বান্নু জেলায় চালানো আরেকটি অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। পরবর্তী তল্লাশি ও সংঘর্ষে বাকি সন্ত্রাসীরাও নিহত হয় বলে জানায় আইএসপিআর। সব মিলিয়ে দুই অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলার ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে।

পাকিস্তান সরকার আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সীমান্ত পারাপারের অভিযোগ তুলে আসছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। সম্প্রতি ইসলামাবাদ আফগান তালেবান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।

পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছে। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে অভিহিত করে আসছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2