‘৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে সাইফ আলীর হামলাকারী’

ছবি: শরিফুল (বায়ে) ও সাইফ আলী খান (ডানে)
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবক শরিফুল ইসলাম শেহজাদ জাফলং বা ডাউকি নদী পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলো বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।
আদালতের নির্দেশে শরিফুলকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাত মাস আগে সে জাফলং বা ডাউকি নদী পার হয়ে ভারতের মেঘালয়ে ঢুকেছে। এরপর সে পরিচয় গোপন করে বিজয় দাস নামে পশ্চিমবঙ্গে ছিলো বেশ কিছুদিন। পশ্চিমবঙ্গের স্থানীয় একজনের আধার কার্ড ব্যবহার করে মোবাইল সিম তুলেছিলো শরিফুল। মুম্বাই যাওয়ার পর একাধিক খাবার দোকানে কাজ করেছে সে।
শরিফুলকে বাংলাদেশের ঝালকাঠি জেলার অধিবাসী বলেও দাবি করেছে পুলিশ। বলা হয়েছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা শরিফুল কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করে। গত রবিবার গ্রেফতারের পর ৩০ বছর বয়সী এই যুবককে বান্দ্রা আদালতে তোলার পর অনুপ্রবেশকারী বাংলাদেশি দাবি করা হলে আপত্তি জানিয়েছেন আসামির আইনজীবী।
১৫ জানুয়ারি রাতে নিজের বাড়িতে ধারলো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র:
বিভি/এমআর
মন্তব্য করুন: