• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্য

প্রকাশিত: ২৩:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্য

ফাইল ছবি

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে নিজের লেখা একটি প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত তার দেশ। 

তিনি জানান, যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনে স্থায়ীভাবে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে পুতিনের আগ্রাসন প্রতিহত করতে মার্কিন সেনাদের ইউক্রেনে পাঠাতে রাজি তিনি। তিনি আরো জানান, কোনো শান্তিচুক্তি হলে তা বাস্তবায়নের জন্য ইউক্রেনকে সহায়তা করতে রাজি যুক্তরাজ্য। 

আগামী সপ্তাহে ইউক্রেন ইস্যু নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনায় বসবেন ইউরোপের নেতারা। সেখানে শান্তিচুক্তির বিষয়টি নিয়ে কথা বলার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী স্টারমার। এছাড়া চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। সেখানে ইউক্রেনের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। এ প্রসঙ্গে জেলেনস্কি জানান, ইউক্রেনের অংশগ্রহণ ব্যতীত ইউক্রেনের ব্যপারে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কোনো সিদ্ধান্তই মেনে নেয়া হবে না।     

বিভি/এসজি

মন্তব্য করুন: