• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কানাডার বিমানবন্দরে বিমান উল্টে আহত ১৮

প্রকাশিত: ১০:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কানাডার বিমানবন্দরে বিমান উল্টে আহত ১৮

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। 

দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও এদিন বিমানবন্দরে ব্যাপক তুষারপাত হয়। যাত্রীদের অভিযোগ বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। দুর্ঘটনার ৯০ মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল মোতায়েন করেছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড।

বিভি/এসজি

মন্তব্য করুন: