• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় ফের ইসরাইলি বাহিনীর বর্বরতা

প্রকাশিত: ১৬:৫২, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ফের ইসরাইলি বাহিনীর বর্বরতা

ছবি: এনবিসি নিউজ

গাজায় রাতারাতি হামলা চালিয়ে আরও ৫ শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একই পরিবারের ৮ সদস্য। তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী ক্যান্সার হাসপাতাল ধ্বংস করাকে অত্যন্ত জঘন্য অপরাধ বলে মনে করছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সম্পূর্ণ গাজাবাসী।

হামলা চলাকালীন সময়ে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরন এবং নিকটবর্তী শহর বেইত উম্মা থেকে একজন প্রাক্তন বন্দীসহ চারজনকে গ্রেফতার করে। পরে জেনিনের দক্ষিণে ইয়াবাদ শহর থেকে আরো তিনজনকে গ্রেফতার করে তারা। গাজা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা অবরুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। বাস্তুচ্যুত ও আহত গাজাবাসী যেনো মিশর বা পশ্চিম তীরে না যেতে পারে সে লক্ষ্যেই এ নির্দেশনা। ইসরাইলি বাহিনী শহরের প্রবেশপথ এবং কাছাকাছি ক্যাম্পগুলিতে চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দিয়েছে। গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য ও চিকিৎসার অভাব।

এদিকে, হামাসকে বহিষ্কার না করলে গাজাবাসী ধ্বংসযজ্ঞের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন ইসরাইল কাৎজ। অন্যদিকে  হামাসের হাতে আটক থাকা ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করার জন্য গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে প্রাক্তন ইসরাইলি বন্দী এবং তাদের পরিবারের সদস্যেরা ইসরাইলি প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন। ইসরাইলি সেনারা গত পাঁচ দিনের হামলায় এ পর্যন্ত হত্যা করেছে ২০০ শিশু এবং ১১০ জনেরও বেশি নারীসহ অন্তত ৬০০ ফিলিস্তিনিকে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2