• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাসিনা বিরোধী আন্দোলনে পরামর্শ দেওয়া ছাড়া দিল্লির কিছু করার সুযোগ ছিলো না: জয়শঙ্কর

প্রকাশিত: ১৪:৩০, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১৪, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
হাসিনা বিরোধী আন্দোলনে পরামর্শ দেওয়া ছাড়া দিল্লির কিছু করার সুযোগ ছিলো না: জয়শঙ্কর

ছবি: সংগৃহীত

বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে তথ্য থাকলেও পরামর্শ দেওয়া ছাড়া দিল্লির করার কিছুই ছিলো না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন।

শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক কমিটির বৈঠকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে কথা হয়।

তিনি আরও জানান, ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা বা প্রত্যাখ্যানের বিষয়টি এখনও বিবেচনাধীন।

সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে টেনে কয়েকজন উদ্বেগ প্রকাশ করলে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য উপস্থাপন করেন জয়শঙ্কর। বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচারিত ঘটনাগুলো ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত; সাম্প্রদায়িক হামলা নয়।

এদিকে, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভায়। বেঙ্গালুরুতে ওই সভায় বলা হয়েছে, বাংলাদেশে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হিন্দুদের পাশে দাড়াবে আরএসএস।

তবে, ভারতের আশ্রয় দিয়ে নয়; নির্যাতিতদের বাংলাদেশে রেখেই নিরাপত্তা নিশ্চিতের পক্ষে কাজ করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: