ভারতে ২৪টি বিমানবন্দরে বেসামরিক সেবা বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট এবং রাজস্থানের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ১৫টি ভারতীয় শহরে লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান জম্মু-কাশ্মিরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক গোলাবর্ষণ চলেছে।
বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৯ টার কিছু সময় আগে বিস্ফোরণ শোনা যায় জম্মু কাশ্মির এবং লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছাকাছি স্থানে। বিস্ফোরণের সাথে সাথেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
স্থানীয়দের মোবাইলে ধারণকরা ভিডিওতে রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি। ভারতের দাবি, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের ছোড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবিও জানায় দিল্লি।
তবে পাঠানকোট, জয়সলমের ও শ্রীনগরে গতরাতের হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের দাবিকে ‘ভিত্তিহীন, রাজনৈতিকভাবে প্রণোদিত ও পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অভিযুক্ত পক্ষের একটি অবিবেচক প্রচারণা’ বলে আখ্যায়িত করেছে।
বিভি/এআই
মন্তব্য করুন: