ইরানের বন্দরে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

ছবি: সংগৃহীত
ইরানের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জনে। আহত ৭৫০ জনের বেশি।
শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনের পর বন্দর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। শহীদ রাজায়ী বন্দরে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি।
ঘটনার কারণ জানতে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিভি/এআই
মন্তব্য করুন: