পাকিস্তানের আকাশপথ বন্ধ: সময় বেড়েছে কয়েক ঘণ্টা, ভারতীয় যাত্রীদের দুর্ভোগ

ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে। তবে, ভারতকে ছাড় দেয়নি পাকিস্তানও। পাল্টা ব্যবস্থায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে, ভারতের বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ভারত থেকে উত্তর আমেরিকায় যাওয়া ও সেখান থেকে ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোতে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আকাশ ব্যবহার না করতে পারার কারণে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটে অতিরিক্ত ৪ ঘণ্টা সময় লাগছে। আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো পর্যন্ত ফ্লাইট সরাসরি ১২,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাত। তবে, এখন সেটি ১৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় ১৯ ঘণ্টা সময় নিচ্ছে।
এছাড়া, সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী ফ্লাইটও ভিয়েনা বা কোপেনহেগেনে থামতে বাধ্য হচ্ছে, যার ফলে যাত্রা সময় ১৫ ঘণ্টা থেকে বেড়ে ২০ ঘণ্টারও বেশি হয়ে যাচ্ছে।
এছাড়া, আঞ্চলিক রুটগুলোতেও এর প্রভাব পড়েছে। দিল্লি থেকে তাসখন্দগামী ইন্ডিগোর একটি ফ্লাইট আগে মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছাত, তবে এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তান ঘুরে যেতে হচ্ছে, ফলে সময় বেড়ে গেছে প্রায় ৫ ঘণ্টা ৩০ মিনিট।
এদিকে এয়ার ইন্ডিয়া এক্স-এ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তাদের কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে চলাচল করছে, যার ফলে যাত্রীদের অসুবিধা হচ্ছে। ইন্ডিগো এয়ারলাইন্সও জানিয়েছে, আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইটে প্রভাব পড়েছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: