গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট: যা পাচ্ছেন, তাই খাচ্ছেন গাজাবাসী

ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যের মজুদ বিপজ্জনকভাবে হ্রাস পাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যা পাচ্ছেন, তাই খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। এমনকি অনেক সময় তা খাওয়ার উপযোগী না হলেও উপায় না থাকায় খেয়ে ফেলছেন তারা।
এদিকে ইউএনডাব্লিউআরএ এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, এই সংকট মোকাবেলায় জরুরিভাবে মানবিক সহায়তা প্রবেশের পথ চালু করা আবশ্যক।
শুক্রবার (২৫ এপ্রিল) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচ- ডাব্লিউএফপি জানিয়েছে, গাজায় তাদের খাদ্য মজুত সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ইসরাইল কর্তৃপক্ষের এক সপ্তাহব্যাপী অবরোধ বহাল রয়েছে। ফলে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
খাদ্য ছাড়াও প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্রের সরবরাহ ব্যাহত হয়েছে। অনেক পণ্যের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এদিকে, মানুষের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: