• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমি পোপ হতে চাই: ট্রাম্প

প্রকাশিত: ১৬:১৬, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০৮, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আমি পোপ হতে চাই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পোপ হতে চান। অবশ্য এটি তিনি বলেছেন রসিকতার ছলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ট্রাম্প।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পোপ হতে চাই’। ‘এটাই আমার প্রথম পছন্দ’। 

তবে পরে তিনি জানান, পোপ পদের জন্য তার কোনো নির্দিষ্ট প্রার্থী নেই। যদিও তিনি নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানের প্রশংসা করে বলেন, ‘তিনি খুব ভালো’। ‘দেখা যাক কী হয়’। 

তবে কার্ডিনাল ডোলানের নাম পোপ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় না থাকলেও, ওই তালিকায় রয়েছেন আরেক মার্কিন নাগরিক নিউ জার্সির আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিন।

ভ্যাটিকানে সদ্যপ্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ।

উল্লেখ্য, ট্রাম্প ও পোপ ফ্রান্সিসের মধ্যে অভিবাসন নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ছিল। পোপ ফ্রান্সিস বারবার অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে আসছিলেন। অপরদিকে, ট্রাম্প তার শাসনামলে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2