অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সাক্ষর

ছবি: সিএনএন
কয়েক সপ্তাহের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সাক্ষর হয়েছে। সাক্ষরিত এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ পাবে যুক্তরাষ্ট্র। এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ পুনর্গঠনে একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠন করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া স্বরিদেঙ্কো এ চুক্তি স্বাক্ষর করেন। সাক্ষর করার আগ মুহূর্তে দু'পক্ষই চুক্তিটিতে কিছু পরিবর্তন করে। চুক্তির আওতায়, কোথায় এবং কোন খনিজ উত্তোলন করা হবে তা নির্ধারণ করার অধিকার ইউক্রেনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সরাসরি আর্থিক অবদানের পাশাপাশি, ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করতে পারে বলেও জানিয়েছেন তিনি।
ইউক্রেনীয় কর্মকর্তারা আশা করছেন, চুক্তিটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রে সহায়তা বজায় রাখবে। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। খনিজ চুক্তিটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পর তা ভেঙে যায়। সূত্র: সিএনএন
বিভি/এমআর
মন্তব্য করুন: