• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহবাজ ও জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

প্রকাশিত: ১৩:৫৭, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

ছবি: শাহবাজ শরিফ (বায়ে), মার্কো রুবিও (মাঝে) ও এস জয়শঙ্কর

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং এ হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান। সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও দুজনকে কাশ্মীর হামলার ঘটনা নিয়ে দু'দেশে সৃষ্ট উত্তেজনা কমানোর পরামর্শও দেন মার্কো রুবিও।

এদিকে পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত বা দেশটির ভাড়া নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান।

এ ঘটনায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আগে থেকে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না ইসলামাবাদ। তবে, ভারত উসকানি দিলে, তার কঠোর জবাব দেবে পাকিস্তান। বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2