পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮

পাকিস্তানের অন্তত ৯টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত অন্তত ৩৫ জন। হতাহতের তালিকায় রয়েছে নারী ও শিশু। এদিকে, ভারতের ব্রিগেড সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা ও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
গত দুই সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারশন সিঁদুরের আওতায় পাকিস্তানের ৯টি অবস্থানে হামলায় স্থল-নৌ-বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। এতে পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিলো মূলত তেহরিক-ই তালেবান পাকিস্তানসহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুইটি মসজিদও ছিলো। আক্রান্ত হয়েছে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুরসহ একাধিক স্থান।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাল্টা হামলায় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করলেও পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দফতর আর নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা চৌকিতে।
ভারতের এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দুইদেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিভি/এসজি
মন্তব্য করুন: