গাজায় একদিনের হামলায় নিহত ৬০, তীব্র খাদ্য সংকট

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকাল থেকে ওই চালানো হয়। এদিকে, অবরুদ্ধ উপত্যকাটিতে একদিকে যেমন হামলা চলছে, অন্যদিকে মার্চের শুরু থেকে চালু থাকা কঠোর অবরোধে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, যা ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে তুলছে।
আল-জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল-ওয়েহদা স্ট্রিটে থাই এবং পালমিরা রেস্টুরেন্টের কাছে একটি গোয়েন্দা ড্রোন থেকে একই সময়ে দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়—একটি রেস্টুরেন্টের ভেতরে, আরেকটি পাশের একটি মোড়ে। এতে অন্তত ১৭ জন নিহত হন।
এছাড়াও, গাজা শহরের তুফাহ এলাকায় আল-কারামা স্কুলে ইসরাইলি বোমাবর্ষণে আরও ১৩ জন নিহত হয়েছেন। উত্তরের জাবালিয়ায় একটি বাড়িতে হামলায় নিহত হন আরও তিনজন।
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি পরিবারের সদস্যসহ আটজন নিহত হন—এর মধ্যে পাঁচজন একটি বাড়িতে হামলায় মারা যান। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি তাঁবুতে হামলায় এক শিশুসহ তিনজন নিহত হন। বানি সুহেইলা গ্রামে একটি বাড়িতে হামলায় আরও এক দম্পতি নিহত হন।
এদিকে, গাজার ওপর চালু থাকা ইসরাইলি অবরোধের কারণে ২ মার্চ থেকে জ্বালানি ও খাদ্যপণ্য সরবরাহ প্রায় বন্ধ। সাহায্যকারী সংস্থাগুলোর মতে, গাজায় খাবারের মজুদ প্রায় শেষের পথে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এক্স-এ বলেছে, ইসরাইলকে অবশ্যই এই অবরোধ তুলে নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একতাবদ্ধ উদ্যোগ ছাড়া এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: