ভারতের অত্যাধুনিক ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ফাইল ছবি
ভারতের হামলার জবাবে পাকিস্তানি বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি সু-৩০, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি তাদের।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারতীয় বাহিনীর হামলার পর পাকিস্তান পাল্টা আক্রমণ করে এগুলো ধ্বংস করা হয় বলে পাকিস্তানের দাবি।
পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানোর সময় তিনটি ফ্রান্সের তৈরি রাফাল জেট, দুটি রুশ মিগ-২৯ এবং একটি রুশ সু যুদ্ধবিমান প্রতিরোধ ও ধ্বংস করেছে। এছাড়া ইসরাইল-নির্মিত একটি হেরন সারভেল্যান্স ড্রোনও ভূপাতিত করা হয়।
সূত্র আরও জানায়, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা ভারতের ১২তম পদাতিক ব্রিগেড ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এটি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে পালটা হামলায় ভারতের বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাকিস্তান আত্মরক্ষামূলক কাজ করেছে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। তারা তাদের ঋণ শোধ করেছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: