পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬ নিরীহ বেসামরিক নাগরিক: জিও নিউজ

ছবি: সংগৃহীত
পাকিস্তানে ভারতের চালানো সামরিক হামলায় অন্তত ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত ও আরও ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে, ইসলামাবাদ এই দাবি সরাসরি অস্বীকার করে জানায়, পাকিস্তানের উপর দায় চাপিয়ে দিল্লি এই হামলার যৌক্তিকতা দাঁড় করাতে চাইছে।
এদিকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একাধিক সেক্টরে এখনও তীব্র গোলাগুলি চলছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনা অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাবে শত্রুপক্ষের বহু চৌকি ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে।
এই সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে, যখন ভোররাতে ভারত পাকিস্তানের একাধিক জায়গায় সমন্বিত হামলা চালায়।
বিভি/আইজে
মন্তব্য করুন: