• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ভারত  

প্রকাশিত: ১৩:১৯, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ভারত  

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। ভারত সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: