সংঘাতের কারণে ভারত-পাকিস্তানের শেয়ারবাজারে ব্যাপক দরপতন

চলমান সংঘাতকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ভারত ও পাকিস্তানের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি প্রায় অর্ধ শতাংশ দর পতনের রেকর্ড করেছে। একই সময়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।
বিবিসি প্রতিবেদন থেকে আরও জানা যায়, শেয়ার কেনা-বেচার সময় ব্যাপক দর পতনের কারণে লেনদেন বন্ধ করতে হয়। লেনদেন কমেছে ছয় শতাংশেরও বেশি। তাছাড়া মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম এক শতাংশেরও বেশি কমে গেছে, কমেছে পাকিস্তানি রুপির দামও। দুই দেশই একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার উদ্বিগ্ন ছিল বিনিয়োগকারীরা।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: