• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতকে চরম মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ 

প্রকাশিত: ০৯:০৭, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতকে চরম মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ 

ফাইল ছবি

পাকিস্তানের ৯টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৫৩ জন। এছাড়া, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত ১৫ জন এবং আহত ৪৩। এ হামলায় নিহতদের রক্তের বদলা নেবেন বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ভুল করেছে, প্রতিটি রক্তের ফোটার বদলা নেওয়া হবে। এ আগ্রাসনের জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। এছাড়াও ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে যে ঝটিকা অভিযান চালিয়েছে, তার দাঁতভাঙা জবাব পাকিস্তান দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। একই সাথে জম্মু-কাশ্মীরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। 

এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়ানোর জন্য পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ১৬টি ভারতীয় সংবাদ চ্যানেল, ৩১টি ইউটিউব ভিডিও লিঙ্ক এবং ২০টিরও বেশি ওয়েবসাইট ব্লক করেছে। 

এদিকে বুধবার মধ্যরাতে ভারতের অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। এ অবস্থায় অমৃতসরের বিভাগীয় প্রশাসন এলাকাটিতে আবারো ব্ল্যাকআউট শুরু করেছে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ ভারত প্রশাসনের। 

সাম্প্রতিক সংঘাত নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (৮ মে) সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা। তবে পাকিস্তানে ভারতীয় বাহিনীর পরিচালিত সামরিক অভিযানকে ‘গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযানটি সুপরিকল্পিতভাবে শেষ করায় ভারতের সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: