• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ১৬:৩৭, ৮ মে ২০২৫

আপডেট: ১৬:৩৯, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) রাতে এই ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভারতের পাঠানো ইসরাইলি হারপ ড্রোনগুলোকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এই ড্রোন ধ্বংসে পাকিস্তান ‘সফট-কিল’ ও ‘হার্ড-কিল’ কৌশল ব্যবহার করেছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও জানান, করাচি, লাহোরসহ বিভিন্ন শহরে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি সাংবাদিকদের সামনে ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও দেখান।

হারপ ড্রোন হলো ইসরাইলের নির্মিত একটি বিশেষ ধরনের আত্মঘাতী ড্রোন বা ‘লুটারিং মিউনিশন’ সিস্টেম, যা লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম।  অপারেটরের নির্দেশে এটি আঘাত হানতে পারে অথবা স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই লক্ষ্য শনাক্ত করতে পারে।  

বিভি/আইজে

মন্তব্য করুন: