• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট হলেন নতুন পোপ

প্রকাশিত: ১৩:৫০, ৯ মে ২০২৫

আপডেট: ১৩:৫৭, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট হলেন নতুন পোপ

ছবি: সংগৃহীত

এবার রোমান ক্যাথলিকদের নতুন পোপ হলেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া রবার্ট প্রেভোস্ট। বৃহস্পতিবার (৮ মে) রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তিনি ‘পোপ লিও চতুর্দশ’ নামে পন্টিফিক কার্যভার শুরু করেন।

ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলের চিমনি থেকে ঐতিহ্যবাহী সাদা ধোঁয়া উঠলে বোঝা যায়, ১৩৩ জন কার্ডিনাল নতুন পোপ হিসেবে একজনকে নির্বাচিত করেছেন। এরপর প্রায় ৭০ মিনিটের ভেরত পোপ লিও চতুর্দশ সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান বারান্দায় প্রথমবারের মত জনসমক্ষে আসেন।

লাতিন ভাষায় ঐতিহ্যবাহী ‘হাবেমুস পাপাম’ (আমরা পোপ পেয়েছি) বলে ঘোষণা দেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি। হাজার হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্ট শিকাগোতে জন্মগ্রহণ করলেও জীবনের অধিকাংশ সময় দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একজন মিশনারি হিসেবে কাটিয়েছেন। ২০২৩ সালে তাকে কার্ডিনাল পদে আনা হয়। তিনি জনসমক্ষে বক্তব্য দেয়া থেকে সাধারণত বিরত থাকেন। 

এর আগে ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ১২ বছর দায়িত্ব পালন করার পর গত মাসে প্রয়াত হন। এবার নতুন পোপ লিও চতুর্দশের নেতৃত্বে ক্যাথলিক চার্চ কোন পথে এগোবে, তা নিয়ে বিশ্বজুড়ে ক্যাথলিকদের ভেতর কৌতূহল তৈরি হয়েছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2