• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের হামলায় ভারতের শম্ভু মন্দির ক্ষতিগ্রস্ত, অভিযোগ ভারতের

প্রকাশিত: ১৪:৩৭, ১০ মে ২০২৫

আপডেট: ১৫:৩২, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের হামলায় ভারতের শম্ভু মন্দির ক্ষতিগ্রস্ত, অভিযোগ ভারতের

ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতের হামলায় পাকিস্তানে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনার পর প্রতিশোধ নিতে ১০ মে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় পাকিস্তান।

এসব হামলায় ভারতের একাধিক সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে সীমান্তজুড়ে। 

এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে আঘাত হানায় দেশটির প্রসিদ্ধ শম্ভু মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, পাকিস্তান একাধিক সশস্ত্র ড্রোন ব্যবহার করে এসব হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বিভি/আইজে

মন্তব্য করুন: