• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করলেন মোদি

প্রকাশিত: ১৭:০৫, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করলেন মোদি

ফাইল ছবি

নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১১ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সিডিএস অনিল চৌহানও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভি জানিয়েছে, রবিবার (১১ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে উচ্চপর্যায়ের এ নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান— সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)- এর প্রধান রবি সিনহা।

এদিকে, আজ (সোমবার) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
 

 

বিভি/এসজি

মন্তব্য করুন: