যুদ্ধ বিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের অনুদানের খাদ্য সহায়তা বিতরণ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহায়তায় বাংলাদেশের মানবিক সংস্থা 'মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' এবং বাংলাদেশী দাতব্য সংস্থা এইচএমবিডি ফাউন্ডেশন মিলে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রায় ১০১টি পরিবারের নিকটে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়, যা একটি পরিবারের জন্য ৫ দিন থেকে ৭ দিনের খাবার রয়েছে।
কিছুদিন আগে যুদ্ধবিরতি উঠে যাওয়ায় পর, গাজার সাথে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর, ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানো বন্ধ হয়ে যায়। এই সময়ে সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা যায় এবং বর্তমানে বহু মানুষ এবং শিশু খাদ্য অভাবে মারা যাচ্ছে, সংগঠনটির স্বেচ্ছাসেবক দল এ তথ্য জানালে সংগঠন থেকে তাদের সাহায্য করার উদ্যোগ নেয়। পরে ১০১টি পরিবারের নিকটে খাবার প্রদান করা হয়।
সংগঠনের সদস্য সাকিব জানান, আমরা ইতিপূর্বে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করিয়াছি, যা শতের ও অধিক পরিবারের মাঝে বন্টন করা হয়। এছাড়াও আমরা গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাবু এবং মসজিদ নির্মাণ করেছি, গাযায় ৪টি গৃহহীন পরিবারকে সাময়িক বাসস্থানের জন্য তাবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি। ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ।
বিভি/এজেড
মন্তব্য করুন: