৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ফাইল ছবি
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে হয়েছে এ ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দফতর জানিয়েছে, মালাকু প্রদেশের বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি বাড়িঘরে ফাটল ধরা ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্যও আসেনি।
আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।
বিভি/এসজি
মন্তব্য করুন: