• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রোহিঙ্গা শিশুদের খেজুর অনুদান দিলো সৌদি আরব

প্রকাশিত: ১৬:৪০, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
রোহিঙ্গা শিশুদের খেজুর অনুদান দিলো সৌদি আরব

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য ৬৬৭ মেট্রিক টন খেজুর অনুদান দিয়েছে সৌদি আরব। এই সহায়তা প্রদান করে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার। এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর মাধ্যমে বিতরণ করা হবে।

মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সৌদি আরবের দূতাবাসের প্রতিনিধি ও ডাব্লিউএফপি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, রোহিঙ্গা জনগণের পাশে থাকতে পেরে ও ডাব্লিউএফপি-এর খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে সৌদি আরব গর্বিত। 

অনুদানের এই খেজুর কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত প্রায় ২,৫০,০০০ রোহিঙ্গা শিশুদের বিতরণ করা হবে।  ২০১৭ সাল থেকে সৌদি আরব নগদ অর্থ ও খাদ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে রোহিঙ্গাদের সহায়তায় ডাব্লিউএফপি-এর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2